হাইমচর থানার ওসি তদন্তের নেতৃত্বে অভিযান
১৪ মণ জাটকাসহ ২ পাচারকারী ও ৪ জেলে আটক ॥ ১ বছরের জেল
বিপুল পরিমাণ জাটকা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে থানার পুলিশ টিম অভিযান চালায়। ১৩ মার্চ দিবাগত রাত ২টায় উপজেলার চরভৈরবী ইউনিয়নের শহরআলী মোড়ে এ অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ জাটকাসহ পাচারকারীকে আটক করা হয়।
জানা গেছে, কিছু অসাধু মাছ ব্যবসায়ী জাটকা পাচারকালে স্থানীয় লোকজন হাইমচর থানাকে সংবাদ দেয়। গোপনে প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৪ মণ জাটকাসহ ২ পাচারকারীকে আটক করেন। আটককৃত ২ পাচারকারী হচ্ছে হাইমচর উপজেলার জালিয়ারচর এলাকার শুক্কুর আলী চৌকিদারের ছেলে আঃ বারেক চৌকিদার (৫০) এবং একই এলাকার খোরশেদ মৃধার ছেলে লেকান্তর মিয়া (৩২)। এদেরকে ১ বছর করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক ও নীলকমল নৌ-পুলিশের যৌথ অভিযানে মেঘনায় জাটকা নিধনকালে ৪ জেলেকে তারা আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ১ বছর করে জেল দেন। আটককৃত জাটকা হাইমচর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মুহসিন আলম এতিমখানা ও গরিব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।