বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
চাঁদপুর মডেল থানা ও চাঁদপুর নৌ-থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। গতকাল ১১ মার্চ দুপুর দেড়টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবদুর রব জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের খানসহ সঙ্গীয় সদস্যরা লঞ্চ টার্মিনাল ঘাটের সিএনজি স্কুটার স্ট্যান্ডে অভিযান চালাই। এ সময় চট্টগ্রামের সিডিএ মার্কেট এলাকার ও রামগঞ্জ লক্ষ্মীপুরের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মামুন (২৪) কে আটক তার দেহ তল্লাশী করা হয়। তার কাছ থেকে ২শ’ ৭০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ইয়াবা বহনকারী মামুন চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে ইয়াবা বহন করে চাঁদপুরের বড় স্টেশন এলাকার জনৈক মাদক ব্যবসায়ীর উদ্দেশ্যে নিয়ে আসে। পুলিশের চোখ ফাঁকি দেয়ার জন্যে মামুন ইয়াবা নিয়ে প্রথমে লক্ষ্মীপুর যায়। সেখান থেকে সে বরিশালে যায়। পরবর্তীতে আজকে সে ইয়াবাগুলো চাঁদপুরের ওই মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে বরিশাল থেকে চাঁদপুরে আসে। গোপন সংবাদে আমরা নৌ-থানার অফিসার ইনচার্জ আবু তাহের খান, এএসআই মনির হোসেন, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নানসহ সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে মামুনকে আটক করি। তার হেফাজত থেকে ২শ’ ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮১ হাজার টাকা। আটক মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬-এর ১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।