কচুয়ার মাদক সম্রাট নুরুজ্জামানের আত্মসমর্পণ
কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের কুখ্যাত মাদক স¤্রাট নূরুজ্জামান (৫৫) কচুয়া থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল শনিবার বিকেলে নুরুজ্জামান নিজেই থানায় এসে সাংবাদিকদের সামনে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তার সামনে আত্মসমর্পণের ঘোষণা দেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়া জানান, নূরুজ্জামানের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। তিনি আরো জানান, কচুয়া থানা পুলিশ একইদিন বিকেল ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রামপুর গ্রামের জুলফে আলীর পুত্র আরেক মাদক স¤্রাট মামুন হোসেন (৩২)কে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধেও কচুয়া থানায় আজকের দায়ের করা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। মামুনও পুলিশের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করে যে, আজ কচুয়া থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এ মামলায় জামিন পাওয়ার পর সেও থানায় এসে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না মর্মে অঙ্গীকার দিয়ে আত্মসমর্পণ করবে। সাংবাদিকদের সাথে ওসির প্রেসবিফিংকালে থানার পুলিশ পরিদর্শক শাহজাহান কামালও উপস্থিত ছিলেন।