• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আদালতের রায়কে উপেক্ষা করে ফরিদগঞ্জে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে। গত ১৩ ফেব্রুয়ারি বুধবার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের দইল বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাজুল ইসলাম গং ২০১১ সালে আদালতে বণ্টন মামলা দায়ের করেন। আদালত ২০১৪ সালের ২০ অক্টোবর সেই মামলায় চূড়ান্ত রায় প্রদান করে। রায় অনুযায়ী আদালত কর্তৃক উক্ত জমি তাজুল ইসলাম গংয়ের মাঠজরিপসহ সকল কিছু প্রদান করা হয়। কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে প্রতিপক্ষ তাফাজ্জল গং জমি দখল করার জন্যে গাছপালা কর্তন ও জমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।  
তাজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন জানান, বহু বছর ধরে এ জমি আমাদের দখলে রয়েছে। বণ্টন মামলায় আদালত আমাদের পক্ষে রায় দিয়ে দখল বুঝিয়ে দিয়েছে। কিন্তু তারা আদালতের রায়কে উপেক্ষা করে পেশিশক্তি দিয়ে আমাদের জমি দখল করার চেষ্টা করছে এবং আমাদের জমি থেকে গাছপালা কর্তন ও মাটি উত্তোলন করে নিচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
অন্যদিকে প্রতিপক্ষ তাফাজ্জল হোসেন গাজী বলেন, আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আমরা আপিল করেছি। মামলা চলমান আবস্থায় রয়েছে। এ জমি আমাদের। তাই জমি থেকে গাছপালা কর্তন ও মাটি উত্তোলন করেছি।

 

সর্বাধিক পঠিত