• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে হুমায়ুন কবির দর্জি নামে এক মাদক ব্যবসায়ী। গতকাল তাকে আটক করেছে মডেল থানার পুলিশ।
    গতকাল ১৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর আব্দুর রবের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা চাঁদপুর শহরের এসবি খাল সংলগ্ন বস্তি (পোড়া কলোনী) এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিয়া নদীর পাড়ে লাগানো গাঁজার গাছসহ তাকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির দর্জি মৃত জাহাঙ্গীর দর্জির ছেলে।
    আটক হুমায়ুন কবির পুলিশকে জানায়, শাহরাস্তি উপজেলার চিতোষী থেকে সে গাঁজার বীজ এনে ডাকাতিয়া নদীর পাড়ে রোপণ করে। সে এই গাছের গাঁজা সেবন করতো। সে পুলিশকে আরো জানায়, চাঁদপুরে গাঁজা না পাওয়া যাওয়ায় নিজেই গাছ রোপণ করে সেই গাছের গাঁজা সে সেবন করতো। সে স্থানীয় বিজলী মাইক সার্ভিসে কাজ করে। কাজের ফাঁকে শুধুমাত্র গাঁজা সেবন করতো।
    চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর আব্দুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পোড়া কলোনী এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
    তিনি আরো জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। যাতে করে চাঁদপুর থেকে মাদক শতভাগ নির্মূল করা সম্ভব হয়।

 

 

সর্বাধিক পঠিত