• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভাসুরের লাথির আঘাতে ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী আহত

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ভাসুরের লাথির আঘাতে ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার ইউনিয়নের ঈদগাহে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই ঘটনাটি মীমাংসা হলেও রিপন পাটওয়ারীর অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা আক্তারের পেটে লাথি মারে স্বামীর বড় ভাই মোস্তফা পাটওয়ারী। বাড়িতে এসে হামলা চালানোর সময় মোস্তফা এ ঘটনা ঘটায়। এতে অন্তঃসত্ত্বা তাহমিনা আক্তার (২৩) ও তার ছোট ভাই ইমাম পাটওয়ারী (১৫) গুরুতর আহত হন। এ ঘটনায় তাহমিনার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে আহত অন্তঃসত্ত্বা তাহমিনার স্বামী রিপন পাটওয়ারী জানান, রামপুর ঈদগাহে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমার শ্যালক ইমামের সাথে একই গ্রামের কবিরের হাতাহাতির ঘটনা ঘটে। সেটি পরে সেখানেই মীমাংসা করা হয়। এতে আমার বড় ভাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা ছিলো না কিন্তু আমার বড় ভাই মোস্তফা পূর্বের সম্পত্তিগত বিরোধের জের ধরে হঠাৎ করেই তিনি (মোস্তাফা), তার স্ত্রী সালেহা বেগম, বড় ছেলে হাসান ও আল-আমিনসহ আমাদের উপর হামলা চালায়। এ সময় আমার বড় ভাই আমার স্ত্রীর মুখ চেপে ধরে এবং পেটে লাথি মারতে থাকে। এতে করে আমার স্ত্রী ও তার ছোট ভাই গুরুতর আহত হয়। এ ঘটনায় আমরা চাঁদপুর মডেল থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছি।

 

 

সর্বাধিক পঠিত