• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান

চাঁদপুরে ১৩টি মামলা ও ৮টি মোটরসাইকেল জব্দ

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশেষ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের ও ৮টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। গতকাল ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যে সকল মোটরসাইকেল ও যানবাহনের কাগজপত্র নেই সেগুলো জব্দ করা হয়। এছাড়া যে সকল মোটরসাইকেলের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ সেগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।
    ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) ফয়সাল আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ট্রাফিক সার্জেন্ট রবিউল হাসান, সুব্রত, সুব্রত মল্লিক, টিএসআই সোলেমান ও এএসআই মোজাম্মেলসহ ট্রাফিকের অন্য সদস্যরা।
    ট্রাফিক সার্জেন্ট রবিউল হাসান জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে ১৩টি মামলা ও ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ জিহাদুল কবিরের নির্দেশে ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করছে। অবৈধ যানবাহনের উপর এই অভিযান অব্যাহত থাকবে।