• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তালতলা থেকে ইয়াবাসহ ৩জন আটক

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোড থেকে বিদ্যুৎ চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ‘ইয়াবা মনা’সহ ৩ জনকে ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাদেরকে পুলিশ আদালতে পাঠালে আদালত জেলহাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকার মৃত শেখ মোঃ আবুল খায়েরে ছেলে মাহফুজুর রহমান শেখ মনা (৪১), তালতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৬) ও মধ্য ইচলী এলাকার আব্দুর মান্নান পাটওয়ারীর ছেলে মোঃ সবুজ পাটয়ারী (৩০)কে ১১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী, মোঃ মিরাজ হোসেন, সহকারী উপ-পরিদর্শক মোঃ শাখায়াত হোসেন ও মোঃ সেলিমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
    পুলিশ জানায়, এদের বিরুদ্ধে মাদকসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।
    উল্লেখ্য, আসামী মাহফুজুর রহমান শেখ প্রকাশ মনার বিরুদ্ধে থানায় বিদ্যুৎ আইনে ওয়ারেন্ট মুলতবি থাকায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ২ মাস পূর্বে শহরের কোড়ালিয়া নতুন রাস্তা থেকে আবু ছৈয়াল ও মনা ইয়াবাসহ আটক হলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৬মাস সাজা প্রদান করা হয়। ২মাস কারাভোগের পর গত ৮ ফেব্রুয়ারি মনা ও আবু জামিনে মুক্তি পায়। এ মাহফুজুর রহমান শেখ মনা (৪১) গত ৬ মাস পূর্বে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে বিশেষ অনুরোধে ৫০ হাজার টাকা মাফ করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা জমা দেয়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়। তা না হলে ২ বছরের সাজা বলবৎ থাকবে বলে বলে দেয়া হয়। সে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা না দেয়ায় ২ বছর সাজার কারণে মনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রদান করা হয়েছে।