মতলব উত্তরে গৃহবধূর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ॥ স্বামী পলাতক
মতলব উত্তর উপজেলার ইসলামবাদ ইউনিয়নে গৃহবধূ সুমাইয়া বেগম (২০) গত ১১ জানুয়ারি সোমবার রাতে মারা যান। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। সুমাইয়ার স্বামীর পরিবার বিষয়টি আত্মহত্যা দাবি করলেও এলাকার অনেকে বিষয়টি হত্যা বলছেন। কেউ কেউ বলেছেন সুমাইয়াকে মারধর করে মেরে ফেলা হয়েছে। ঘটনার পরপরই সুমাইয়ার স্বামী রাঙ্গা শিবলী পালিয়ে যায়।
উপজেলার পশ্চিম ইসলামবাদ গ্রামের মৃত হামেম খন্দকারের ছেলে রাঙ্গা শিবলী (৩২) এর আগেও একটি বিয়ে করেছিলো বেলতলীতে। তার সেই স্ত্রীর সাথেও বহুবার মারধর ও বিচার-আচার শেষে বিবাহ বিচ্ছেদ। শিবলী প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেনা।
জানা যায়, রাঙ্গা শিবলী একজন মাদক ব্যবসায়ী। দেখা মতে উপার্জন করার মতো কোনো কাজ না করলেও সে খুব প্রভাব নিয়ে চলছে। কিছুদিন পূর্বে পুলিশ ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করলেও সে ঠিকই পার পেয়ে যায়।
রাতেই মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ও থানার সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পোস্টমর্টেমে পুরো বিষয়টি জানা যাবে।