পুরাণবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
চাঁদপুর শহরের পুরাণবাজারে একরাতে দুটি গুড়ের আড়তে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৬ জানুয়ারি শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে মৌলভীঘাট সংলগ্ন আড়ৎ পট্টির কোহিনুর ট্রেডার্স ও ১নং খেয়াঘাট যাবার রাস্তায় আল-আমিন সিন্ডিকেট নামক ব্যবসা প্রতিষ্ঠান দুটিতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ঘটনা তদন্ত করেছে।
কোহিনুর ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী আঃ রশীদ বেপারী জানান, শনিবার সকাল ১০টার সময় তার ছেলে টিটু বেপারী আড়তের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সবকিছু মালামাল এলোমেলো এবং সিন্দুকের তালা ভাঙ্গা দেখতে পান। এতে চুরির বিষয়টি বুঝতে পেরে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ, কমিউনিটি পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং চেম্বার নেতৃবৃন্দকে ঘটনা অবহিত করেন। চোর চক্র তার সিন্দুক ভেঙ্গে প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। আল-আমিন সিন্ডিকেটের স্বত্বাধিকারী আল-আমিন পাটওয়ারী জানান, একই কায়দায় তার আড়তেও চুরি হয়েছে। তার গদিঘরের দরজার তালা খুলে ক্যাশবাক্সের ড্রয়ার ভেঙ্গে প্রায় এক থেকে দেড় লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
এদিকে বাজারে চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যাবসায়ীরা। এর জন্যে কমিউনিটি পুলিশের তৎপরতা বাড়ানোর তাগিদ দেয়া হয়। এ ব্যাপারে চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, চুরির স্থান পরিদর্শন করে তদন্ত কাজ চলছে। সন্দেহজনক একজন চোরকে গ্রেফতার করা হয়েছে।