• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে চেয়ারম্যানের বাসায় ডাকাতির ঘটনায় থানায় মামলা ॥ আটক ২ জন জেলহাজতে

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের বাসভবনে ডাকাতির ঘটনায় আটক ২ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি তাদেরকে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। গত ২৪ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত তাঁর নিজ বাসায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। উপজেলা পরিষদ চত্ত্বরের সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি থেকে সনাক্ত করে ১ জনকে ও সন্দেহজনক ১ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে রবিউল হাসান হীরা ও দেওয়ান মোঃ মানিক। এদের একজনের বাড়ি মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামে। দীর্ঘদিন যাবৎ সে মতলব দক্ষিণের কলাদী তার বোনের বাসায় থাকে। আর অন্যজনের বাড়ি বাইশপুর দেওয়ান বাড়ি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার জানান, তার বাসার কাজের বুয়ার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে বাসায় থাকা কেবিনেট থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা চত্ত্বরের সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি থেকে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করেন। পরে মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যানুযায়ী তাদেরকে আটক করেন।
মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল জানান, এ ঘটনার সাথে জড়িত একজনকে সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি ও আরেকজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। আটককৃতদের তথ্যানুযায়ী এ ঘটনার সাথে জড়িত আরো একটি চক্র রয়েছে। তবে অধিকতর তদন্ত চলছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের এজাহারের ভিত্তিতে থানায় মামলা নেয়া হয়েছে।