• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরস্তিতে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১০:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে জোরপূর্বক জমি দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ রয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের রৌশনারা বেগম ২০০২ সালে একই গ্রামের রেদোয়ানের কাছ থেকে ৩৩ শতাংশ সম্পত্তি দলিল মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ২০০২ সালের শেষের দিকে রৌশনারা তার মেয়ে শাহনাজ ও তার স্বামীকে এ সম্পত্তি দানপত্র করে দেন। কিন্তু একই এলাকার মোঃ ইকবাল হোসেন গং প্রভাব খাটিয়ে বেশ কবার সে সম্পত্তি দখলের চেষ্টা চালায় এবং গত ১৯ জানুয়ারি শনিবার তারা শাহনাজ বেগমের আবাদকৃত সরিষা বিনষ্ট করে ফেলে। সংবাদ পেয়ে শাহনাজ বেগম দ্রুত ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনা শাহরাস্তি থানার এসআই কুতুবউদ্দিন সরজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এ বিষয়ে শাহনাজ বেগম জানান, আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্বামীকে বিভিন্ন গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
অপরদিকে মোঃ ইকবাল হোসেন জানান, সেখানে যে সম্পত্তি রয়েছে এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।