• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় তরুণী অপহরণের অভিযোগ ॥ ২৪ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৃষ্টি আক্তার (১৬) নামে এক তরুণীকে অপহরণের অভিযোগ ওঠেছে। পুলিশ ২৪ ঘন্টা পর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর এলাকা থেকে সে তরুণীকে উদ্ধার করেছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।  
    বাদীর এজাহার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার তেতৈয়া গ্রামের জামাল হোসেনের কন্যা বৃষ্টি আক্তার (১৬) গত ২১ জানুয়ারি সকালে সিএনজি স্কুটারযোগে ছোট ভাইসহ তার ফুফুর বাড়ি সফিবাদ এলাকায় যাওয়ার পথে সিংআড্ডা নামক স্থানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগ নেতা শাহনেওয়াজের নেতৃত্বে একদল বখাটে যুবক তার সিএনজি স্কুটারের গতিরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সংবাদ পেয়ে তরুণীর পিতা জামাল হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং- ২১।
    কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেল বলেন, অপহরণের বিষয়টি জানার পর তরুণীকে উদ্ধারে কচুয়া থানার অফিসার ইনচার্জ ও ফোর্সসহ অভিযান পরিচালনা করি। রাতভর অভিযান শেষে সকালে পাশর্^বর্তী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত