• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সন্ত্রাসী হামলায় একই পরিবারের আহত ২ ॥ থানায় অভিযোগ দায়ের

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জের পূর্ব ধানুয়া মিজি বাড়িতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ২জন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, একই বাড়ির প্রতিবেশী মোঃ সোহাগ পাটওয়ারী, পিতা-রুহুল আমিন পাটওয়ারী, মোঃ রুবেল মিজি, কবির মিজি, ছাত্তার মিজি, সর্বপিতা-মৃত রুস্তম মিজিসহ তাদের আরো সঙ্গীরা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। তারা মাদক সেবন করে বাড়িতে প্রতিদিনই উচ্চ-বাচ্য করে এবং অকথ্য ভাষায় গলাবাজি করে। এসব বিষয়ে আঃ কাদির মিজির স্ত্রী হাছিনা বেগম প্রতিবাদ করেন। এতে রুবেল মিজি গং আঃ কাদির মিজির পরিবারের সদস্যদের প্রায়ই গালমন্দ করে। প্রতিপক্ষ রুবেল মিজি গং আঃ কাদির মিজির পরিবারকে শত্রুর মতো আচরণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি অনুমান সকাল ৭টায় উপরোক্ত মাদকসেবী ও ব্যবসায়ীরা আঃ কাদির মিজির বসতঘরের সামনে সোহাগ পাটওয়ারী ও তার অপরাপর সঙ্গীরা কাদির মিজির স্ত্রী হাছিনা আক্তারকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে আহত করে। তখন হাসিনা আক্তারের স্বামী এগিয়ে আসলে তাকেও তারা জখম করে। এ সময় ওই দুর্বৃত্তরা কাদির মিজি ও হাছিনার কাছ থেকে টাকা এবং ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
    বর্তমানে আঃ কাদির মিজি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, কিছুদিন পূর্বে উল্লেখিত বিবাদীরা একই বাড়ির বীর মুক্তিযোদ্ধা শামছল হক মিজির ছেলেদের মারধর করার ঘটনা থানা পুলিশের কাছে গেলে থানায় মুচলেকা দিয়ে ঐ সময় তারা পার পায়। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা কঠোর নজরদারি রাখলে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে স্থানীয়রা জানায়।