শাহরাস্তিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
শাহরাস্তি উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ওসমান গনি (২৭)কে আটক করেছে পুলিশ। এই উপজেলার সূয়াপাড়া গ্রামের গাজী বাড়ির ওসমান গনির স্ত্রী শিউলি আক্তার (২৫) গত ১৯ জানুয়ারি দুপুর ১টায় তার স্বামীর বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঐদিন রাতে শিউলি আক্তারের বাবা মোঃ হোসেন তার মেয়েকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই শিউলি আক্তারের স্বামী ওসমান গনিকে আটক করে।
শিউলির বাবা মোঃ হোসেন তার অভিযোগে জানান, তার মেয়েকে শ^শুর বাড়ির লোকজন প্রায়ই যৌতুকের জন্যে মারধর করতো। গত ৪ বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নানাভাবে নির্যাতন করে আসছিলো। তিনি দাবি করেন, যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করা হয়েছে।
মামলার অপর আসামীরা হলেন শিউলির শ^শুর ইয়াছিন গাজী, ননদ রেহানা আক্তার, ভাসুর মোঃ কাদের ও শাশুড়ি জাহানারা বেগম।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সে প্রেক্ষিতে ওসমান গনিকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত করে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।