• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৭০ বছরের বৃদ্ধ মোঃ আব্দুর রশিদকে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফয়েজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর অনুমান সাড়ে ১২টায় শহরের নতুনবাজার-পুরাণবাজার ব্রীজ সংলগ্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ৭০ বছরের বৃদ্ধ মোঃ আব্দুর রশিদকে পুলিশ আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। সে চাঁদপুর সদর উপজেলার ব্রাহ্মণ সাখুয়া গ্রামের মৃত মোঃ হাকিম মিয়ার ছেলে।
জানা গেছে, চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ২০১৮ সালের মধ্য সময়ে মাদক মামলার আসামী মোঃ আব্দুর রশিদকে ৬ মাসের কারাদ- প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সে এতদিন পলাতক থেকে মাদক সেবন ও মাদক বিক্রির কাজে লিপ্ত ছিল। অবশেষে আদালত থেকে তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সে প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার বিকেলে সাজাপ্রাপ্ত এ আসামীকে আটকের পর পুলিশ চাঁদপুর আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। ৭০ বছরের এ বৃদ্ধ এখনও মাদক সেবক ও বিক্রেতা শুনে সকলের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ব্যাপক আলোচনার ঝড় উঠে। আটক বৃদ্ধ জানায়, আমাকে জেলেই পচতে হবে। আমাকে ছাড়িয়ে নেয়ার কেউ নেই।

 

সর্বাধিক পঠিত