• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে ইউএনওর হস্তক্ষেপে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির জনৈক শিক্ষার্থীর (১০) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। গত ১৬ জানুয়ারি বুধবার দুপুরে ওই ছাত্রীর একই গ্রামের জনৈক ধনাঢ্য ব্যক্তির প্রতিবন্ধী ছেলের সাথে এ বিয়ের আয়োজন চলছিলো।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে বিষয়টি সরজমিনে দেখার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেন। মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, মেয়েটির বাবা না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে মা ও রিক্সাচালক খালু এ কোমলমতি শিক্ষার্থীকে একই এলাকার ধনাঢ্য ব্যক্তির প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দেয়ার আয়োজন করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে আমাকে সরজমিনে দেখার জন্যে বলেন। আমি সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেই এবং খালু ও মাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত জানাই এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্যে অনুরোধ করি।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেন, মেয়েটির বিয়ের বয়স না হওয়ায় আমি তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করি। পরে বিয়েটি বন্ধ করে দেই। ভবিষ্যতে বাল্যবিয়ের ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক পঠিত