কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুট
কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি করে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। সোমবার দিবাগত রাতে উপজেলার বক্সগঞ্জ গ্রামে মোসলেম উদ্দিন মিয়াজীর বসত ঘরে এ ডাকাতি সংঘটিত হয়। অজ্ঞাত মুখোশধারী ডাকাতদল কৌশলে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণ ও ২টি ব্যবহৃত মোবাইল ফোন, মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন : ছিরু বেগম (৭০), সুফিয়া বেগম (৪০) ও তাহমিনা বেগম (৩০)। আহতদের মধ্যে তাহমিনা বেগমকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোসলেম উদ্দিন জানান, তার দুই পুত্র প্রবাসে রয়েছে। ঘটনার দিন রাতে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে মালামাল লুটে নেয়। যাওয়ার সময় ডাকাতদল কাউকে কিছু জানালে আবার ৭ দিন পর এসে তাদের প্রাণে মারার হুমকি ও ভয়-ভীতি দেখায় বলে তিনি দাবি করেন। এ ঘটনার সময় ডাকাতদল পার্শ¦বর্তী বাড়ির লোকদের ঘরের দরজার সামনের খিল কৌশলে আটকিয়ে দেয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।