• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে দোকানের জায়গা দখলের জন্যে প্রতিবন্ধীকে পিটিয়ে জখম

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জোরপূর্বক দোকানের জায়গা দখলে বাধা দেয়ায় প্রতিবন্ধীকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বেলা বারোটায় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গাজীগো ব্রীজের রাস্তার ওপর সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটে।
    আশঙ্কাজনক অবস্থায় সফিকুল ইসলাম খানকে (৩৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত সফিক একজন বাক্ প্রতিবন্ধী। সে স্থানীয়  খান বাড়ির মৃত জামাল খানের ছেলে। তার ছোট ভাই বিল্লাল খান জানান, গাজীর ব্রীজের পাশে ঘরসহ আমার দখলীয় জায়গায় কিছুদিন আগে মাটি কেটে উঁচু করা হয়। সেই  ঘর ও জায়গা দখল করার জন্যে আওয়াল গাজী ও তার  ছেলে সজিব ও বড় ভাই বাদশা গাজী, ভাতিজা জাহাঙ্গীর গাজী আরো লোকজন নিয়ে সেখানে যায় এবং আমাকে না পেয়ে আমার বড় ভাই প্রতিবন্ধী সফিকুলের ওপর দেশীয় অ¯্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
    আহতের মা সুফিয়া বেগম জানান, আমার নিরাপরাধ বোবা ছেলেকে যারা মেরেছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান বিল্লাল হোসেন।

 

   

সর্বাধিক পঠিত