• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে রাতের আঁধারে সংখ্যালঘুর বসতঘরে আগুন দেয়ার চেষ্টা

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণে রাতের আঁধারে বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উপজেলার কাজিয়ারা গ্রামের হিন্দু সম্প্রাদায়ের নম বাড়িতে গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
    সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামের নম বাড়ির মৃত শরৎ চন্দ্র নমের ছেলে লক্ষ্মণ চন্দ্র নম এবং একই বাড়ির কালু চন্দ্র নমের ছেলে বাসান চন্দ্র নমের দুটি বসতঘরে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপর লক্ষ্মণ চন্দ্র নম আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, এএসপি সার্কেল (মতলব) রাজন কুমার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায়  লক্ষ্মণ চন্দ্র নম একটি অভিযোগ দায়ের করেছেন। মতলব দক্ষিণ থানার এসআই চৌধুরী আলম জানান, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ আগুন দেয়ার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বাধিক পঠিত