• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে নৌকার মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনির সমর্থনে চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ধানের শীষ প্রার্থীর বাসভবনের সামনে থেকে ইট-পাটকেল (পাথর) নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মিছিলে নেতৃত্ব দেয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় ডাঃ দীপু মনির নৌকা মার্কার সমর্থনে পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। মিছিলটি ধানের শীষ প্রার্থীর জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনের গেটের ভেতর থেকে মিছিলের উপর বৃষ্টির মতো পাথর ও ইটের টুকরা নিক্ষেপ করতে থাকে। তখন মিছিলে থাকা নেতা-কর্মীরা এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। পাথর ও ইটের আঘাতে কমপক্ষে ১০জন নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জন হলেন : শহর যুবলীগের সদস্য সাইফুল ইসলাম সুমন, নুরুর রহমান এনার, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য মুফিজুর রহমান মুন্না ও ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য সেলিম গাজী।
এসডু পাটওয়ারী জানান, আমাদের মিছিলে হামলার পর নেতা-কর্মীরা উত্তেজিত হলে আমি তাদের সবাইকে শান্ত করে সেখান থেকে ফিরিয়ে আনি।

সর্বাধিক পঠিত