• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পৌর পরিষদ কর্তৃক ২ কোটি ৭৪ লাখ টাকার অভিযোগে বরখাস্ত

চাঁদপুর পৌরসভার সাবেক বাজার পরিদর্শক নাছির উদ্দিন গ্রেফতার

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০১৮, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার বরখাস্ত হওয়া সাবেক বাজার পরিদর্শক মোঃ নাছির উদ্দিন খান রিপন (লেংড়া নাছির)কে একটি প্রতারণামূলক মামলার ওয়ারেন্ট থাকায় ঢাকার শাহবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে। ১৯ ডিসেম্বর বুধবার দুপুরে পৌর মেয়রের বিরুদ্ধে নাছির উদ্দিন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া অভিযোগের শুনানিতে হাজির হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।
এছাড়া নাছির উদ্দিন খানের বিরুদ্ধে চাঁদপুর আদালত থেকে আরো তিনটি ওয়ারেন্ট রয়েছে বলে চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে। সম্প্রতি চাঁদপুর আদালতে দুইটি মামলায় তার বিরুদ্ধে আদালত ৬ মাস করে কারাদ- প্রদান করেছে বলে আদালত সূত্রে জানা যায়। চাঁদপুর পৌরসভার নিজস্ব তহবিলসহ চাঁদপুর পৌর এলাকার মানুষের কাছ থেকে দোকান ও ভূমি দেয়ার নামে প্রতারণা করে নেয়া প্রায় ২ কোটি ৭৪ লক্ষ টাকার দায়ে তাকে চাঁদপুর পৌরসভার বাজার পরিদর্শকের চাকুরি থেকে বরখাস্ত করা হয় বলে চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান।
আজ ২০ ডিসেম্বর বৃহস্পতিবার নাছিরকে ঢাকা থেকে এনে চাঁদপুর আদালতে হাজির করা হবে বলে মামলার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা জানান।

 

সর্বাধিক পঠিত