• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মোটরসাইকেল শোডাউনে জনমনে আতঙ্ক!

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হঠাৎ প্রায় অর্ধশত মোটরসাইকেলের শোডাউন। পুরো চাঁদপুর শহর দাবড়িয়ে বেড়িয়েছে। প্রতি মোটরসাইকেলে তিনজন করে। একসাথে প্রায় পঞ্চাশটি মোটরসাইকেল বিরতিহীনভাবে হর্ন বাজিয়ে পুরো শহর যদি মহড়া দেয়া হয়, তখন পরিবেশ কী দাঁড়ায় এবং জনমনের অবস্থা তখন কোন্ পর্যায়ে গিয়ে পৌঁছে তা যারা প্রত্যক্ষদর্শী এবং পথচারী ছিলেন তারাই অনুভব করেছেন। রাস্তার দু’পাশে মানুষজন আতঙ্কিত হয়ে শুধু তাকিয়ে ছিলো। গতকাল রোববার বেলা প্রায় ১২টার দিকে চাঁদপুর শহরে এমন আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করলো একদল যুবক।
    প্রত্যক্ষদর্শীরা  জানায়, গতকাল রোববার বেলা প্রায় ১২টার দিকে প্রায় ৫০টি মোটরসাইকেল বহর চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে বের হয়ে মাতৃপীঠ স্কুল মোড় হয়ে হাজী মহসিন রোড দিয়ে নতুন বাজারের দিকে যায়। এই মোটরসাইকেল বহরের নেতৃত্বে দেখা গেছে মাসুদুর রহমান পরান নামে এক ছাত্রলীগ নেতাকে। তাকে দেখা গেলো বহরের সামনে একটি মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় হাত ইশারায় সামনের যানবাহনকে সরে যেতে ইঙ্গিত করছে। এভাবে তারা পুরো চাঁদপুর শহর মহড়া দিয়েছে। কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। কী কারণে, কী জন্যে এ মহড়া ? হঠাৎ এমন মহড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা গেলো তারা এক প্রার্থীর সমর্থনে এ মহড়া দিয়েছে। এও জানা গেলো, এ প্রার্থী চাঁদপুর সদর আসনের নয়, অন্য আসনের। লোকজনকে বলাবলি করতে শোনা গেছে, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লংঘন।

 

সর্বাধিক পঠিত