• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ডাকাতি করতে গিয়ে ডাকাত আটক

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ২১:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের হাজীগঞ্জে এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসি। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, রবিবার ভোরে উপজেলার বাকিলা ইউনিয়নের ইব্রাহীম মিলিটারীর বাড়িতে তার ছেলে প্রবাসী হাবিবের ঘরে ডাকাতি করে ঘরের মালা-মাল নিয়ে যায় ডাকাত দল। পরবর্তীতে হাবিবের ছোট ছেলেকে জিম্মি করে তার স্ত্রীর মাধ্যমে বড় ভাই প্রবাসী মাসুদের বিল্ডিংয়ের তালা খোলার জন্য হাবিবের স্ত্রীকে পাঠানো হয়। হাবিবের স্ত্রী ছেলের অসুস্থ্যতার কথা বলে মাসুদদের বিল্ডিংয়ের গেট খোলায়। মাসুদের স্ত্রী ঘরে ডাকাত ঢুকেছে বুঝতে পেরে তার রুমের দরজা বন্ধ করে তার স্বামী প্রবাসী মাসুদকে ফোন করে। মাসুদ সৌদি আরব থেকে ফোনের মাধ্যমে তার এলাকায় আত্মীয় স্বজনকে ফোন করলে তারা এসে বাড়ি ঘেরাও করে। এর আগেই বাড়ির দুই ভাইয়ের ঘরের প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে চলে যায় ডাকাতের দল। তবে এলাকাবাসি এক ডাকাতকে হাতে-নাতে ধরতে সক্ষম হয়। আটক ডাকাতকে গণধোলাই দিয়ে হাজীগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আটক ডাকাত হলো চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মৃত সাদেক গাজীর ছেলে খোকন গাজী (৪৫)। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবদুল মান্নান জানান, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত