• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ : মেয়ের পিতাকে অর্থদন্ড

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে স্কুলপড়–য়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল ১৬ নভেম্বর শুক্রবার উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট নোয়াবাড়ির নজরুল ইসলাম (নজির) তার নবম শ্রেণিতে পড়–য়া মেয়ের একই গ্রামের গোহট হাজী বাড়ির মৃত রিয়াজ উদ্দীনের ছেলে মোঃ আমিনের সাথে বিয়ের আয়োজন করেন। সংবাদ পেয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। তিনি মেয়ের বাবা নজরুল ইসলামকে তার কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকার অর্থদ- প্রদান করেন এবং তার মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নেন।

 

সর্বাধিক পঠিত