• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ৩৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের খাদিজা (১৫)-এর লাশ ৩৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীস ঘোষের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-এর ৭/১১/১৮ খ্রিঃ তারিখের ৪৬৮৮নং স্মারকের প্রেক্ষিতে মতলব উত্তর থানার মামলা নং-১৬৭/১৮, তারিখ ২৯/১০/২০১৮ (ধারা : ৩০৩/২০১/৩৪ পেনাল কোড দঃবিঃ)-এর মৃত ভিকটিম খাদিজা (১৫), পিতা সাব্বির আহমেদ, মাতা বিউটি বেগম, সাং : আশি^নপুর, থানা : মতলব উত্তর, জেলা : চাঁদপুরের লাশ কবর থেকে উত্তোলনপূর্বক ময়নাতদন্ত চলাকালীন প্রয়োজনীয় নির্দেশনাসহ ফৌজদারী কার্যবিধি ১৭৬(২) ধারার বিধান মোতাবেক কার্যক্রমগ্রহণের নিমিত্তে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীস ঘোষকে নিয়োগ প্রদান করেন। সে আদেশের ভিত্তিতে খাদিজার লাশ উত্তোলন করা হয়েছে।

সর্বাধিক পঠিত