• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় আবারো সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া-সাচার ভায়া গৌরীপুর সড়কের বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সুরমা বাসে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, মূল্যবান মালামাল ও বাসের হেলপারের কাছ থেকে ৮ হাজার টাকা নিয়ে যায়।
    ঘটনার শিকার সুরমা বাস চালক মোঃ হোসেন মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা সায়দাবাদ থেকে ঢাকা মেট্রো-ব-১১-০২৬০ বাসটি কচুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছলে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গাড়ি থামিয়ে আমাদের মারধর করে নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায় বলেও তিনি জানান।
    কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়া জানান, কচুয়া-সাচার সড়কের বাতাপুকুরিয়া এলাকায় যাত্রীবাহী বাসে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাতে উল্লেখিত স্থানে পিকআপ গাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

 

সর্বাধিক পঠিত