• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ২ মাদক ব্যবসায়ীর ৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ২১:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের  শাহরাস্তিতে মাদক মামলায় আহসান ও আব্দুস সাত্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গত ৩১ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মোঃ সরওয়ার আলম এই রায় দেন।
কারাদ- প্রাপ্তরা হলো : আহসান কুমিল্লা জেলার কোতয়ালী থানার কৃষ্ণপুর (বড় বাড়ির) বাহালু মিয়ার ছেলে এবং আব্দুস সাত্তার একই জেলার সদর দক্ষিণের বড় ধর্মপুর (ডাক্তার বাড়ি) মৃত ডাঃ আলী আহমেদের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ উপজেলার শাহাপুর থেকে ঠাকুরবাজার সড়কে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে আসামীদেরকে মোটরসাইকেলসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল আনুমানিক ১ কেজি গাজা উদ্ধার করে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ওইদিনই শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়šণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-০৩। তৎকালীন সময়ের শাহরাস্তি থানার পিএসআই আব্দুল আজিজ তদন্ত শেষে একই বছরের ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলাটি দীর্ঘ ৮ বছর চলাকালীন সময়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামীকে ৫ বছর সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
এছাড়াও আসামী আহসানের বিরুদ্ধে ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) এর ৭ (ক) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় ২ বছর সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।