• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রঘুনাথপুরে চোরাই কম্পিউটার ও প্রিন্টারসহ কুখ্যাত চোর আটক

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৮, ২৩:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরতলীর রঘুনাথপুর থেকে চোরাই  কম্পিউটার ও  প্রিন্টারসহ কুখ্যাত  চোর রবিন মোল্লা (২৫)কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দুপুর ২টায় রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকা হতে উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া অভিযান চালিয়ে তাকে আটক করে। কুখ্যাত চোর রবিন মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে চোরাই কম্পিউটার ও  প্রিন্টার উদ্ধার করে। আটক চোর রবিন মোল্লা রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকার নূরুল ইসলাম বাবুল মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে শহরের রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকার হোসাইন আখন্দের শাকিল কম্পিউটার ও মোবাইল রির্চাজের দোকানের জানালা ভেঙ্গে চোর রবিন দোকানে প্রবেশ করে। পরে সে দোকান থেকে কম্পিউটার, প্রিন্টার ও নগদ ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানী শাকিল নিজে বেশ কদিন যাবৎ তার চুরি হওয়া জিনিসপত্র খোঁজ না পেয়ে ২৮ অক্টোবর রোববার থানায় এসে মামলা  করে। পরে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া সোমবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ রবিনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক চোর রবিনকে আদালতে পাঠালে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।