পুলিশের সাহসিকতায় কুখ্যাত জহির ডাকাত আটক
চাঁদপুর সদর উপজেলার আশিকাটির হোসেনপুর গ্রাম থেকে পাঁচটি ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত জহিরুল ইসলাম (৪৫)কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক মোঃ আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রধানীয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় ডাকাত জহির পুলিশের উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাঁপ দেয় পালিয়ে যাওয়ার জন্যে। পুলিশও তার সাথে পানিতে ঝাঁপ দিয়ে তাকে আটক করে। ডাকাত জহির আশিকাটি ইউনিয়নের হোসেনপুর প্রধানীয়া বাড়ির মৃত মোঃ শহিদুল হকের একমাত্র সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের কুখ্যাত ডাকাত জহিরের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ২টি, মতলব দক্ষিণ থানায় ১টি ও হাজীগঞ্জ থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে। আটক জহিরকে মতলব দক্ষিণ থানার ডাকাতি মামলার (জিআর ২৮৪/০৯) ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে আটক করা হয়। পুলিশ আরো জানায়, জহির আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। সে দীর্ঘ বহু বছর যাবৎ বিভিন্ন জেলায় ডাকাতি করে গা ঢাকা দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জহিরকে আটক করতে গেলে সে পানিতে ঝাঁপ দেয়। তাকে ধরতে মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামানও পানিতে ঝাঁপ দেন। তার দুটি মোবাইল পানিতে পড়ে যায়। তারপরও জহিরকে রাশেদুজ্জামান ধরে ফেলেন। এ সময় ডাকাত জহিরের আত্মীয়-স্বজন পুলিশকে ঘিরে ফেলে জহিরকে ছাড়িয়ে নিতে। পরে পুলিশ অস্ত্র ব্যবহার করে ডাকাত জহিরকে সেখান থেকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম জানান, ডাকাত জহিরকে মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, শনিবার ডাকাত জহিরকে আদালতে পাঠানো হবে।