• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৮, ০০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল ২৪ অক্টোবর ভোররাতে উপজেলা টাস্কফোর্সের নেতৃত্বে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের বিভিন্ন চর এলাকার নৌকা থেকে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার মিটার ও নৌ-পুলিশের অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্টেট অমিত চক্রবর্তী ও অলিদুজামানের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা, নৌ-পুলিশের এএসআই রফিকসহ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সঙ্গীয় ফোর্স।