জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল ২৪ অক্টোবর ভোররাতে উপজেলা টাস্কফোর্সের নেতৃত্বে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের বিভিন্ন চর এলাকার নৌকা থেকে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার মিটার ও নৌ-পুলিশের অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্টেট অমিত চক্রবর্তী ও অলিদুজামানের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা, নৌ-পুলিশের এএসআই রফিকসহ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সঙ্গীয় ফোর্স।