কচুয়ায় অবৈধভাবে সরকারি হালট ভরাটের অভিযোগ
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের চাঁনপাড়া গ্রামে ১৮নং পাথৈর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ২৯০৮ দাগে শ্রেণী হালট ভূমিতে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে। স্থানীয় চাঁনপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাজী আব্দুর রব ও খোরশেদ আলমের বিরুদ্ধে স্থানীয় লোকজন এ অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলার চাঁনপাড়া গ্রামে হরিপুর-সাচার সড়কের পাশে আব্দুর রব গংরা নিজস্ব জমি ভরাটের নামে সরকারি বেশ কিছু হালট বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টায় নেমেছে। পাথৈর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন পাটওয়ারী জানান, সরজমিনে গিয়ে আব্দুর রব গংদের ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাটে বাধা দেয়া সত্ত্বেও তারা বালু ভরাটের কাজ করে যাচ্ছে। তিনি জানান, এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। যার স্মারক নং-২০, তারিখ- ০৭-১০-২০১৮ খ্রিঃ।
এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ জানান, সরকারি হালট যারা দখল করে ভরাট করেছে সার্ভেয়ারের মাধ্যমে তা মেপে উদ্ধার করা হবে। ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।