• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার ফাঁড়ি পুলিশের অভিযানে আটক ৮ জেলের ১ বছরের কারাদন্ড ॥ জাল ও ইলিশ জব্দ

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে মেঘনা নদীর পাড়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশের অভিযানে ৮ জেলে আটক হয়েছে। গতকাল রোববার ভোর ৫টায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম ও এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর পাড়ের দোকানঘর, সাখুয়া স্লুইচগেট খাল ও বহরিয়ায় অভিযান চালিয়ে ৮ জন জেলেকে আটক করেন। মা ইলিশ নিধন করার সময় এদের আটক করা হয়। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতরা হলো : ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বিল্লাল গাজী (৪৫), শাহিন (২০), রুবেল খান (৩০), রবিউল হোসেন (১৮), মনু মাঝি (৮৫), শফিক খান (৩০), ইউনুছ মিয়াজী (২৫) ও আবদুল গণি (৮০)।
    গতকাল রোববার ১০টায় মডেল থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান আটক জেলেদের ১ বছরের কারাদ- প্রদান করেন। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো পরবর্তী সিদ্ধান্তের জন্যে সংরক্ষণ করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা।

সর্বাধিক পঠিত