• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাদক বিক্রিতে বাধা দেয়ায় মা ও শিশুকে পিটিয়ে জখম

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মা ও তার সন্তানকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
    ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত বিউটি আক্তার (৩৫), স্বামী বিল্লাল গাজী, সাং ভাটেরগাঁও জানান, তাদের প্রতিবেশী মৃত মোঃ হাবিব গাজীর ছেলে মোঃ জসিম গাজী (২৫) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছে। গতকাল সকালে তিনি তার শিশু সন্তান সামিয়াকে বাড়ির সম্মুখে দোকান থেকে পণ্য কিনে আনতে পাঠান। সেটি নিয়ে আসার পথে জসিম গাজী তার সন্তানের হাতে একটি গাঁজার পুটলি দিয়ে এটিকে তাদের ঘরে রাখার জন্যে বলে। শিশুটি জসিমের কথা অনুযায়ী ওই পুটলি তাদের ঘরে নিয়ে তার মায়ের কাছে এটি রাখার জন্যে বলে। তার মা তাকে এটি কে দিয়েছে জানতে চাইলে সে জসিম গাজীর কথা বলে। পরে আহত বিউটি আক্তার জসিম গাজীকে ডেকে এনে তার সন্তানের হাতে এটি দেয়ার কারণ জানতে চান। তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্যে বললে জসিম গাজী ক্ষিপ্ত হয়ে তাকে মাথায় আঘাত করে এতে তার মাথা ফেটে যায়। শুধু তাই নয় জসীম গাজী বেধড়ক মারধর করে বিউটি আক্তারকে গুরুতর জখম করেন। সেই সাথে তার শিশুটি সন্তানটিকেও মারধর করে। প্রতিবেশীদের সহযোগিতায় তিনি হাসপাতালে এসে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিউটি আক্তার জানান।

 

সর্বাধিক পঠিত