• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রিক্সাচালকের ছয় মাস জেল

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৮, ০৯:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় চরমুকুন্দি এলাকার রিক্সাচালক মোঃ আল-আমিন (২২)কে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ৯ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম তাকে এ ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
    জানা গেছে, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটে অবস্থান করে ছাত্রীদের স্কুুলে আসা-যাওয়ার পথে রিক্সাচালক আল-আমিন প্রায়ই উত্ত্যক্ত করতো। ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করলে বিষয়টি মতলব দক্ষিণ থানাকে জানানো হয়। গতকাল বিকেলে পুলিশ স্কুল গেট থেকে আল-আমিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের জেল দেয়া হয়। সে নবকলস গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন জানান, রিক্সাচালক আল-আমিন ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। অভিভাবক ও ছাত্রীরাও আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আমরা বিষয়টি মতলব দক্ষিণ থানাকে অবহিত করলে থানা পুলিশ তাকে আটক করে।
    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তকারী রিক্সাচালক আল-আমিনকে আটক করা হয়েছে। এছাড়াও ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত