• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দেবপুর বাজারে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দেবপুর বাজারের সায়মা মেডিসিন পয়েন্টে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন।
    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম বাপ্পী জানান, তিনি রাত ১১টার দিকে অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খবর পান তার দোকানে চুরি হয়েছে।
    চুরির ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী স্থানীয় দেবপুর সর্দার বাড়ির লোকমান। তিনি দেবপুর বাজারের সুমনের ফার্নিচারের দোকানে থেকে আশপাশের এলাকায় বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এদিন রাত আনুমানিক ৩টার দিকে লোকমান মাছ দেখার জন্যে দোকান থেকে বের হয়ে সড়কের পাশে এসে দেখে সায়মা মেডিসিন পয়েন্টের সামনের সার্টার ঘেঁষে একটি পিকআপ ট্রাক দাঁড় করানো। এরপরেই লোকমান ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার দিলে মানুষজন এগিয়ে আসার আগেই পিকআপ ভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চোরের দল। চোরের দল নগদ ১০ হাজার টাকা আর আনুমানিক দুই লাখ টাকার ঔষধ নিয়ে গেছে।
    এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গত মঙ্গলবার ডায়েরি করার জন্যে চাঁদপুর মডেল থানায় গেলে কর্মরত কর্মকর্তা তাকে মামলা করার পরামর্শ দেন। এরপরেই এই ব্যবসায়ী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে চাঁদপুর কণ্ঠকে জানান।

 

সর্বাধিক পঠিত