• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মঠখোলায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরতলীর মঠখোলা জানকী মেডিকেল হলের পল্লী চিকিৎসক প্রণব চন্দ্র আচার্য্যরে বিরুদ্ধে চিকিৎসাসেবার আড়ালে নারীদের সাথে অপকর্ম করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, পল্লী চিকিৎসক প্রণবের নিকট নারীরা চিকিৎসাসেবা নিতে আসলে সে ঘুমের ইনজেকশন অথবা ট্যাবলেট খাইয়ে অচেতন করে নারীদের শ্লীলতাহানি করে থাকে। গত ২৪ সেপ্টেম্বর চিকিৎসক প্রণব দোকানের পেছনের রুমে এক মেয়ের সাথে অপকর্ম করে। এ অপকর্মের বিষয়টি স্থানীয় এক যুবক টের পেয়ে প্রণবকে হাতেনাতে ধরে ফেললে ওই নারী সুযোগ বুঝে পালিয়ে যায়।
    প্রণবের অপকর্মের বিষয়টি এলাকায় প্রচার হলে একটি পক্ষ তা সমাধান করবে বলে জানায়। কিন্তু গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টির কোনো সমাধান হয়নি। এ নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। একটি সূত্র জানায়, পূর্বেও প্রণব এক নারীকে তার দোকানে রেখে শ্লীলতাহানি করলে তা এলাকায় প্রকাশ পায় এবং সে ঘটনায় প্রণব ২ লাখ টাকা জরিমানা দেন। এমনকি বাবুরহাট মডেল টাউনে এক নারীর সাথে অপকর্ম করতে গিয়ে তিনি আটক হন এবং মুচলেকা দিয়ে মুক্তি পান। গত ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় তিনি কিছু লোকজনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
    এ ব্যাপারে পল্লী চিকিৎসক প্রণব চন্দ্র আচার্য্যরে সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং স্থানীয় কিছু লোকের নাম বলে তাদের সাথে কথা বলতে বলেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
   

সর্বাধিক পঠিত