• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুলিশের বিশেষ অভিযানে মোটরসা

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে যানবাহন নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুর সদর ট্রাফিক পুলিশ বেশ কিছু মোটরসাইকেল জব্দ করেছে।
    রোববার সদর মডেল থানায় গিয়ে দেখা যায়, ট্রাফিক বিভাগের অফিসের সামনে কাগজপত্রবিহীন জব্দকৃত বেশকিছু মোটরসাইকেল রাখা হয়েছে।
    খোঁজ নিয়ে জানা যায়, জব্দকৃত এসব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান আইনে আনুপাতিক হারে অর্থ জরিমানা আদায় করা হচ্ছে। এতে করে সদর ট্রাফিক বিভাগের মাধ্যমে সরকারের রাজস্ব আয় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
    এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির (পিপিএম)-এর নির্দেশে শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন নিয়মিত অভিযান চালানো হচ্ছে। যে সকল যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  তিনি আরো বলেন, সরকার সবধরনের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি অনেক কমানোর পরেও অনেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালাচ্ছেন। এসব অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত