মতলবে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
মতলব দক্ষিণ উপজেলার মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের ঢাকিরগাঁও এলাকায় ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-২১-৪৭২০) বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা সুজাউদ্দিন বেপারী (৭০) মৃত্যুবরণ করেছেন। গতকাল ২০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ৯টায় মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঐ দিন সকালে সুজাউদ্দিন বেপারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২১ সেপ্টেম্বর সকাল ৯টায় ঢাকিরগাঁও বালুর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের লাশ ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হবে। আহত অপর ব্যক্তি কুদ্দুস আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের ঢাকিরগাঁও এলাকায় ঢাকাগামী প্রাইভেটকার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সুজাউদ্দিন (৭০)কে ধাক্কা দেয়। এ সময় পাশে থাকা কুদ্দুস (৪২) গাড়িটির গতিরোধ করতে চাইলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। পরে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সহযোগিতায় নারায়ণপুর এলাকা থেকে প্রাইভেটকারসহ গাড়ি চালক মোঃ জাকির গাজী (৪৫)কে আটক করেছে পুলিশ।