• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুচয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে বসবাস ॥ আটক ২

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে বসবাস করছে গোহট দক্ষিণ ইউনিয়নের নাওপুরা গ্র০ামের পালের বাড়ির শাহ আলমের ছেলে রমিজ রাজা (২২)। এ ঘটনায় রমিজ রাজার পিতা শাহ আলম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর শনিবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশের এএসআই মোঃ শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে এ দিন রাতেই অভিযান চালিয়ে কচুয়া পৌরসভায় অবস্থিত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের উত্তর পূর্ব পাশে আনোয়ার উল্লাহর বাসা থেকে রমিজ রাজা ও খাদিজাকে আটক করে থানায় নিয়ে আসে। অনুসন্ধানে বাসার মালিক আনোয়ার উল্লাহর স্ত্রী শাহানারা বেগম জানান, খাদিজার মা তিন দিন আগে বুধবার মেয়ে ও রমিজ রাজাকে নিয়ে আমার বাসায় এসে মাসিক ২৭শ’ টাকা হারে বাসা ভাড়া নেয়।
রমিজ রাজার পারিবারিক সূত্রে জানা যায়,  বিবাহের ৯ মাসের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় ২৮ দিন হয় ৪ লক্ষ ১০ হাজার টাকার আপোষ মীমাংসার মধ্যে খাদিজার সাথে রমিজ রাজার বিবাহবিচ্ছেদ ঘটে। বিবাহবিচ্ছেদের ১২ দিন পর শাহ আলম তার ছেলে রমিজ রাজাকে পুনরায় কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর গ্রামের পুরাণ বাড়ির মিন্টুর মেয়ে রুবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করান। আজ রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় দায়ের করা অভিযোগটি রেকর্ড ভুক্ত হয়নি এবং আটককৃত রমিজ রাজা ও খাদিজা আক্তার পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি ব্যাপক আলোচনার ঝড় বইছে।

 

সর্বাধিক পঠিত