• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যাংক কলোনীতে ডাকাতির ঘটনায় কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভা

প্রকাশ:  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ৩১ আগস্ট সকালে চাঁদপুর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর উদ্যোগে এলাকার লোকজনকে নিয়ে এক জরুরি সভা করা হয়। ব্যাংক কলোনী মডার্ন শিশু একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় এলাকার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। সভায় গত ২৬ আগস্ট কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ ও কমিউনিটি পুলিশ সক্রিয় থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না বলে স্থানীয় জনগণ অভিযোগ করেন। জনগণ বলেন, ব্যাংক কলোনীতে যাতায়াতে অসুবিধা থাকায় পুলিশকে টহল দিতে দেখা যায় না। প্রায় এক সপ্তাহ পার হলেও ডাকাতদের গ্রেফতার করা হয়নি। সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বিভাগের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাটি পর্যবেক্ষণ করছে।
    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক বেপারী, এএসএম সফিকুর রহমান, শামীম আহমেদ, জয়নাল আবেদীন, আবু বক্কর ছিদ্দিক মিজি, নূর হোসেন নূরু, নূরে আলম রনি, তাজুল ইসলাম, বেনজীর আহমেদ, ফারুক আহমেদ, মাওঃ আব্দুর রহমান গাজী প্রমুখ।
    সভায় বক্তাগণ অবিলম্বে ডাকাতদের গ্রেফতারের জোর দাবি জানান। সভায় ব্যাংক কলোনীর বিভিন্ন সমস্যাও তুলে ধরা হয়। ব্যাংক কলোনীতে একজন পুলিশ কর্মকর্তাকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়ার জন্যে অনুরোধ করা হয়। তাছাড়া কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম জোরদার করতে হবে। ব্যাংক কলোনীর রাস্তা ও ড্রেনের স্লাব ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ব্যাহত হচ্ছে। বার বার এ বিষয়ে পৌরসভায় অভিযোগ করলেও কোনো ফল হয়নি। এ ধরনের আরো ৭/৮টি ঘটনা এখানে ঘটেছে। কোনটির কোনো প্রতিকার হয়নি। তাই এখানকার জনগণ আতঙ্কগ্রস্ত বলে সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

 

সর্বাধিক পঠিত