• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌ-পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ০২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর নৌ-পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল ২৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরি ঘাটে নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোঃ হুমায়ুন (৪২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি লক্ষ্মীপুর জেলার বিজয়নগর পশ্চিম হাসান্দি গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।
    হরিণা ঘাট নৌ ফাঁড়ির আইসি মোঃ গিয়াস উদ্দিন বলেন, কনস্টেবল মোঃ হুমায়ুন কবির ডিউটিরত অবস্থায় মেঘনা নদীতে নৌকায় বসে ভাত খাওয়ার সময় বুকের ব্যাথা বলে নৌকায় শুয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করালে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ সৈয়দ আহমদ জানান, কনস্টেবল হুমায়ুন কবিরকে মৃত অবস্থায় আনা হয়। তার হার্টের প্রবলেম আগেই ছিলো। চেকআপে ছিলেন না, যার পরিণতি যা হওয়ার তাই হয়েছে। নৌ পুলিশ সুপার মোঃ জমসের আলী মৃত মোঃ হুমায়ুন কবিরকে দেখতে সদর হাসপাতালে আসেন।

 

সর্বাধিক পঠিত