মতলব উত্তরে ধর্ষিতা কিশোরীর পরিবারটি স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে প্রশাসন যেনো নির্বিকার
মতলব উত্তর উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের এক কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ক'জন প্রভাবশালী। টাকার বিনিময়ে মীমাংসায় রাজী না হওয়ায় ওই কিশোরীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবন বাঁচাতে কিশোরীসহ তার পরিবার এখন ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাচার বাড়িতে আশ্রয় নিয়েছে। মুঠোফোনে ভুক্তভোগীদের সাথে কথা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এদিকে এমন বিপদের সময়ও অসহায় পরিবারটির পাশে এখনও পর্যন্ত প্রশাসনের কাউকে পাওয়া যায়নি।
মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমপাড়ের বোরোচর গ্রামে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি এখন ওই এলাকার সবার মুখে মুখে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর থেকে কিশোরীর পরিবারটি গৃহবন্দী অবস্থায় থাকে। বৃহম্পতিবার বিকেলে ঘটনাস্থল থেকে ও ইউএনও মতলব উত্তর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনের কেউ ঘটনাস্থলে যায়নি। গতকাল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তখনো জানান, আমার অফিসার ওখানে যাবে।
সূত্র : চাঁদপুর কণ্ঠ