• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অধ্যক্ষ ফেন্সি হত্যাকাণ্ড : জুলেখা বেগমের ৭ দিনের রিমান্ড আবেদন

অ্যাডঃ জহিরের সহকারীকে ৩য় বারের মতো জিজ্ঞাসাবাদ

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ০১:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে আলোচিত হত্যাকা- অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যাকা-ে সন্দেহভাজন আটক জুলেখা বেগমকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশ।
    জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মহিউদ্দিন জুলেখা বেগমকে জিজ্ঞাসাবাদ ও হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনের জন্যে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফ আগামীকাল ১১ জুলাই ওই রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন। একটি সূত্র থেকে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশ যৌথভাবে জুলেখাকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
    এদিকে শাহীন সুলতানা ফেন্সি হত্যাকা-ের বিষয়ে অ্যাডঃ জহিরুল ইসলামের সহকারী কৃষ্ণা মজুমদার খুকুকে জেলা গোয়েন্দা পুলিশ তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদে নিয়েছে। গতকাল সোমবার বিকেল অনুমান সাড়ে ৩টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে তাকে তলব করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত