মাদারীপুরে অস্ত্র সহ আটক ১
জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় চেয়ারম্যানের বাড়ীতে র্যাব ৮ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যানের ভাতিজা মোঃ প্লাবন মুন্সী (৩০)কে আটক করা হয়।
র্যাব সুত্রে জানা গেছে, সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সির বাড়ীতে কতিপয় ব্যক্তি দাংগা-হাংগামা করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছে।
র্যাব ৮ সিপিসি-৩ গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল গতকাল মোঙ্গলবার রাতে অভিযান চালিয়ে, জৈনিক সেলিম মুন্সির ঘর থেকে ২২ টি রামদা, ২০ টি বল্লম, ১২ টি টেটা ও ১৫টি বেতের তৈরী ঢাল সহ চেয়ারম্যানের ভাতিজা প্লাবোন মুন্সিকে আটক করা হয়।
মাদারীপুর, র্যাব ৮, কোম্পানী কমান্ডার মোঃ তাজুল ইসলাম জানান, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সেলিম মুন্সির ছেলে প্লাবোন মুন্সিকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে।