পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করলেন অ্যাডঃ বাকী আদালত
পুলিশের হামলায় আহত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন। সোমবার চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে তিনি নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ হিমনকে সমন দিয়েছেন।
মামলার আইনজীবী ছিলেন অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল সহ অন্য আইনজীবীরা।
আহত আইনজীবী ও বাদী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী তার মামলাতে উল্লেখ করেন, ১৭ জানুয়ারি দুপুরে আদালতের কাজ শেষে আদালতের পোশাক পরে শহরের কালীবাড়ি যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাওয়ার সময়ে অফ ডিউটি অবস্থায় সাধারণ পোশাকে একজন লোক অটোরিক্সা চালককে মারধর করছিলেন। এ সময় তিনি চালককে মারধর না করার জন্য অনুরোধ করেন সাদা পোশাকের ওই লোককে। পরবর্তীতে বাকী ওই লোকটিকে আইনজীবী হিসেবেও পরিচয় দেন। এক পর্যায়ে কথা কাটাকাটির সময় হিমনের সামনে থাকা মোটর সাইকেলের হেলমেট দিয়ে বাকীকে মাথায় আঘাত করেন। ওই সময়ে হিমন এই বলে হুমকি দেয় যে, আমি পুলিশের লোক, এই বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নিলে মামলার বাদীকে যে কোন সময় ক্রস ফায়ারে জীবনে খুন করিয়ে ফেলবো।