হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির তৎপরতায় ৫৮ জেলে আটক ও ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চলমান জাটকা সংরক্ষণ অভিযানে হাইমচর উপজেলার নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ অসাধু জেলেদের রুখে দিয়ে ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫শ’ কেজি জাটকা জব্দ করেছেন। এ সময়ে ৩টি মোবাইল কোর্ট এবং ৬টি নিয়মিত মামলা করা হয়েছে। আলামত হিসেবে ৮/১০টি নৌকা জব্দ করা রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে ৫৮জন জেলেকে আসামী হিসেবে আটক করা হয়। যার মধ্যে ২১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল জলিল এ তৎপরতার নেতৃত্ব দেন।
এছাড়া সম্প্রতি আকস্মিক ঝড়ের কবলে পড়ে এই পুলিশ ফাঁড়ি এলাকার মেঘনা নদীতে নৌকাডুবিতে চার জেলের করুণ মৃত্যু হয়েছে। ইন্সপেক্টর আব্দুল জলিলের নেতৃত্বে ওই সময় জেলেদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে তিনি মানবিক পুলিশ কর্মকর্তার দৃষ্টান্ত দেখান। তিনি এখানে যোগদানের পরই জাটকা নিধন, চোরাচালান ও নদী পথে আইন-শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব গুরুত্বের সাথে পালন করছেন।
ইন্সপেক্টর আব্দুল জলিল জানান, এক সময়ে জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞাকালীন নীলকমল এলাকাটি অবৈধভাবে জাটকা পাচারকারী ট্রাক আনলোডের জন্যে পরিচিত ছিলো। কিন্তু আমি যোগদানের পর থেকে সঙ্গীয় ফোর্সের তৎপরতায় তা সফলভাবে রোধ করেছি। কিছুদিন আগেও নদীতে ভেসে আসা লাশ উদ্ধারে ভূমিকা রেখেছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।