চাঁদপুর বিচার বিভাগের ২৬ শে মার্চের আলোচনা সভা
স্বাধীনতার চেতনা ধারণ করলেই দেশ এগিয়ে যাবে : জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান
চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করলেই দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা দেশের মানুষের স্বপ্ন পূরণ করে চলেছেন। তিনি পদ্মা সেতু, মেট্রো রেলসহ বড় বড় যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্নগুলো পূরণের চেষ্টা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেত্বত্বেই আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি করলাম। বঙ্গবন্ধুর কারণেই আমরা এ দেশে স্বাধীনতা পেয়েছি। বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু পৃথিবীর বিখ্যাত রাষ্ট্রনায়কদের মধ্যে স্থান করে নিয়েছে।
চাঁদপুর জেলা জজ আদালতের সহকারী জজ ফাতেমা তুজ জোহরার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম জেলা জজ শাহেদুল করিম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ভিপি/জিপি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জিপি অ্যাডঃ আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।