• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আদালত এলাকা সরগরম

লিফলেট ও দোয়া চাওয়ার মধ্যে চলছে দু প্যানেলের প্রার্থীদের প্রচারণা

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২১, ১২:৪২ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আর মাত্র ৫ দিন বাকি রয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১-এর। ২৪ জানুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে এখন পুরো আদালত এলাকায় চলছে নির্বাচনী উৎসবের আমেজ। আদালতের কাজ শুরু হওয়ার আগে এবং আদালত চলাকালীন সময়ে প্রার্থীরা ভোটারদের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছেন। ১৮ জানুয়ারি সোমবার সারাদিনই এমন চিত্র দেখা গেছে আদালত চত্বরে।

এবারের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা লিফলেট ও ভোটারদের কাছ থেকে দোয়া নেয়ার মধ্যে দিয়ে চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা তাদের ছবি সংযুক্ত লিফলেট দিয়ে ভোটারদের দোয়া চাইছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ৩০জন প্রার্থী রোববার তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিএনপি প্যানেল থেকে সদস্য পদে এক নারী প্রার্থী নির্বাচন করবে না বলে সরে দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ২৯৪ জন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার দু প্যানেলের মধ্যে আওয়ামী লীগ প্যানেল অনেক এগিয়ে রয়েছে। বিএনপি প্যানেলের প্রার্থীদের এবং ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে রয়েছে অনেক দূরত্ব। এ নিয়ে আদালত এলাকা ও ভোটারদের মধ্যেও চলছে বিভিন্ন প্রতিক্রিয়া।

সর্বাধিক পঠিত