• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

প্রকাশ:  ২৯ জুলাই ২০২০, ১৩:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষানবিশ আইনজীবীদের আন্দোলনের মুখে সনদের দাবিতে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পরীক্ষায় প্রথম ধাপে (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এ সংবাদ শিক্ষানবিশরা শোনার পর পরীক্ষা দেয়ার পুরোপুরি প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে তারা।

সোমবার (২৭ জুলাই) বার কাউন্সিলের সচিব মোঃ রফিকুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত ও জারিকৃত নোটিসে এসব তথ্য জানানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক পত্রে জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। সেই মতে পরীক্ষা হল প্রাপ্তি সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার পরীক্ষার্থীরা গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষা-কেন্দ্রের নামসহ বিস্তারিত সিডিউল এবং অন্যান্য নির্দেশনা পরে ঘোষণা করা হবে। যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নোটিশে আরও বলা হয়, এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দুবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে জারিকৃত গেজেটে (২০১৮ সালের ১৯ ডিসেম্বর) প্রকাশিত রুলস সংশোধন করে 'ইহা অবিলম্বে কার্যকর হইবে' মর্মে উল্লেখ রয়েছে। এ সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে ওই তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। যদি সরকার ওই সংশোধনীটির প্রয়োগ ভূতাপেক্ষভাবে প্রয়োগ করার উল্লেখ করে কোনো সংশোধনী প্রদান করে কেবল সে ক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী একজন পুরোপুরি আইনজীবী হতে হলে এমসিকিউ, লিখিত ও মৌখিক-মূলত এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

সর্বাধিক পঠিত